পৌষমেলার মাঠের পর এবার সংগীত ভবনের সামনে 6 ফুটের বেশি পাঁচিল তৈরির কাজ শুরু হয়েছে । তারই প্রতিবাদে আজ পথে নামলেন শান্তিনিকেতনের প্রবীণ আশ্রমিকরা । তাদের গলায় রবীন্দ্রসংগীত । হাতে ব্যানার । তাতে লেখা, “প্রাচীর নয়, কথা হোক” । আবার কোন ব্যানারে লেখা, “নই বাঁধা নই, দাসের রাজার ত্রাসের দাসত্বে” । অন্য একটিতে লেখা, “শাসনে যতই ঘেরো, আছে বল দুর্বলেরও” । এই ছবিই আজ দেখা গেল শান্তিনিকেতনে । হাতে ব্যানার-পোস্টার নিয়ে পথে নামলেন শান্তিনিকেতনের প্রবীণ আশ্রমিকরা ।পৌষমেলার মাঠ পাঁচিল দিয়ে ঘিরে দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা অব্যাহত । পাঁচিল নির্মাণ বন্ধ করতে ঠিকাদারকে মারধরের অভিযোগ উঠেছে বোলপুর ব্যবসায়ী সমিতির বিরুদ্ধে । অধ্যাপক-অধ্যাপিকা ও কর্মীদের নিয়ে পালটা মিছিল করেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী । ফের শুরু হয় পাঁচিল তোলার কাজ । এরপরই বোলপুর-শান্তিনিকেতনের প্রায় কয়েক হাজার মানুষ চড়াও হয়ে তাণ্ডব চালায় পৌষমেলার মাঠে । ভেঙে দেওয়া হয় নির্মীয়মাণ পাঁচিল । ভাঙা হয় বিশ্বভারতীর অস্থায়ী ক্যাম্প অফিস, পৌষমেলার গেট । শান্তিনিকেতন থানার সামনে এই ঘটনা ঘটলেও পুলিশকে দেখা যায়নি বলে অভিযোগ বিশ্বভারতী কর্তৃপক্ষের ।