বিষমদ কাণ্ডে তামিলনাড়ুতে মৃতের সংখ্যা বেড়ে কমপক্ষে ৩৫ ৷ ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন ৬০ জনেরও বেশি ৷ পুলিশ জানিয়েছে, বিষমদ পানে হতাহতদের মধ্যে অধিকাংশই দিনমজুর ৷ মঙ্গলবার রাতে কাল্লাকুরুচি শহরের করুণাপুরম এলাকায় বেআইনি মদ বিক্রেতাদের থেকে প্যাকেটজাত ওই বিষমদ পান করে সকলে ৷ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ৷ এরপর বাড়ি ফিরে তারা অসুস্থ বোধ করে ৷ শুরু হয় মাথা যন্ত্রণা, পেটে ব্যথা, বমি ৷ পরিবারের সদস্যরা বিষমদ পানকারীদের কাল্লাকুরিচি মেডিক্যল কলেজে ভর্তি করালে চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয় ১০জনের ৷ এরপর ধীরে ধীরে বাড়তে থাকে সংখ্যাটা ৷ বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের পুদুচেরির জওহরলাল ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চে স্থানান্তরিত করা হয় ৷ এছাড়া সালেম ও ভিল্লুপুরমের হাসপাতালেও ভর্তি রয়েছেন অনেকে ৷ ইতিমধ্যেই অভিযুক্ত বেআইনি মদ বিক্রেতাকে গ্রেফতার করে ২০০লিটার মদ বাজেয়াপ্ত করেছে তামিলনাড়ু পুলিশ৷