শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত শিয়ালদা শাখায় বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন ৷ মূলত শিয়ালদা ও দমদম জাংশনে সেতুর কাজ হবে ৷ তার জন্য বাতিল করা হয়েছে বেশ কয়েকটি লোকাল ট্রেন । এছাড়াও আরও বেশকিছু ট্রেনের যাত্রা নিয়ন্ত্রণ করা হয়েছে । পূর্ব রেল বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শিয়ালদা-দমদম জাংশনে ৩ ও ২৭ নম্বর ব্রিজের কাজ হবে । তাই এই কাজের জন্য ১০ ঘণ্টার পাওয়ার ব্লক নেওয়া হয়েছে । সাব-আর্বান রুটে আপ ও ডাউন লাইনে পাওয়ার ব্লক থাকবে । শনিবার অর্থাৎ ২৮ জুনের রাত ১০টা ১৫ মিনিট থেকে পরের দিন অর্থাৎ ২৯ জুন সকাল ৮টা ১৫ মিনিট পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে বলেই জানিয়েছে পূর্ব রেলের শিয়ালদা শাখা ।
শনিবার বাতিল ট্রেনের তালিকা –
- শিয়ালদা – নৈহাটি: আপ: 31429, 31435, 31445, 31447 । ডাউন: 31436, 31438, 31444, 31446 ।
- শিয়ালদা – রানাঘাট: আপ: 31601, 31623, D31623 ৷ ডাউন: 31436, 31438, 31444 31602, 31636 ।
- বিধাননগর – ব্যারাকপুর: আপ: 31261 ।
- শিয়ালদা – ব্যারাকপুর: আপ: 31239 । ডাউন: 31238 ।
- ব্যারাকপুর – শিয়ালদা: ডাউন: 31236 ।
- দমদম – ব্যারাকপুর: আপ: 33231 । ডাউন: 33232 ।
- দমদম -গোবরডাঙ্গা: আপ 33271 ।
- শিয়ালদা-বনগাঁ: আপ: 33859 । ডাউন: 33858 ।
- শিয়ালদা- হাসনাবাদ: আপ: 33533 । ডাউন: 33538 ।
- শিয়ালদা-শান্তিপুর: আপ: 31541 । ডাউন: 31538 ।
- শিয়ালদা-গোবরডাঙ্গা: আপ: 33685 । ডাউন: 33686 ৷
- শিয়ালদা-কৃষ্ণনগর সিটি: ডাউন: 31838 ।
- শিয়ালদা -বারাসত: আপ: 33401, 33447 । ডাউন: 33402, 33436 ।
- শিয়ালদা-দত্তপুকুর: আপ: 33621 । ডাউন: 33628 ।
এছাড়াও, 33282 ডাউন হাসানাবাদ-দমদম লোকাল দমদম জাংশনের পরিবর্তে শিয়ালদা পর্যন্ত যাবে । পাশাপাশি একটি বিশেষ ট্রেন শিয়ালদা থেকে সন্ধ্যা ৭টা ৫ মিনিটে ছাড়বে এবং শনিবার আরও একটি ট্রেন দমদম জাংশন থেকে 33271 আপ দমদম-গোবরডাঙ্গা লোকালের রুটেই গন্তব্যে পৌঁছবে ৷
আগামী রবিবার অর্থাৎ 29 জুন বাতিল ট্রেনের তালিকা –
- শিয়ালদা-কৃষ্ণনগর সিটি: আপ: 31815, 31817 । ডাউন: 31812, 31818 ।
- শিয়ালদা – গেদে: আপ 31913 । ডাউন 31912 ।
- শিয়ালদা – বনগাঁ: আপ: 33813, 33821 । ডাউন: 33818, 33822 ।
- শিয়ালদা – কল্যাণী সীমান্ত: আপ: 31311, 31313, 31315 ৷ ডাউন: 31312, 31314, 31316 ।
- শিয়ালদা – শান্তিপুর: আপ: 31513 ৷ ডাউন: 31512, 31514 ।
- শিয়ালদা – নৈহাটি: আপ: 31471, 31415 । ডাউন: 31412 ।
- শিয়ালদা – হাবরা: আপ: 33653 । ডাউন: 33652 ।
- শিয়ালদা – হাসনাবাদ: আপ: 33513 । ডাউন: 33514 ।
- শিয়ালদা – রানাঘাট: আপ: 31615, 31617 । ডাউন: 31612, 31614 ।
- শিয়ালদা – ব্যারাকপুর: আপ 31213, 31221 । ডাউন: 31214 ।
- শিয়ালদা- দত্তপুকুর: আপ: 33613 । ডাউন: 33612, 33616 ।
- বারাসত – দত্তপুকুর: আপ: 33357 ।
- বারাসত – শিয়ালদা: ডাউন 33432 ।
যেই ট্রেনগুলো যাত্রা সংক্ষিপ্ত করা হয়েছে –
- 31926 গেদে – শিয়ালদা লোকাল শনিবার ব্যারাকপুরে যাত্রা সংক্ষিপ্ত করবে । 31911 শিয়ালদা-গেদে লোকাল রবিবার ব্যারাকপুর থেকে সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে ।
- 33856 বনগাঁ -শিয়ালদা লোকাল শনিবার দমদম ক্যান্টনে যাত্রা শেষ করবে । 33815 শিয়ালদা – বনগাঁ লোকাল রবিবার দমদম ক্যান্টেনমেন্ট থেকে সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে ।
- 31540 শান্তিপুর – শিয়ালদা লোকাল শনিবার নৈহাটিতে সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে । 31511 শিয়ালদা – শান্তিপুর লোকাল রবিবার নৈহাটি থেকে সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে ।
- 33860 ডিএন বনগাঁ – শিয়ালদা লোকাল রবিবার বারাসাতে সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে । 33651 শিয়ালদা-হাবরা লোকাল রবিবার বারাসতে সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে ।
- 31802 ডাউন কৃষ্ণনগর সিটি – শিয়ালদা মাতৃভূমি লোকাল শনিবার রানাঘাটে সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে ।


