দেশ

রাজস্থানে তামার খনিতে লিফট ছিঁড়ে দুর্ঘটনা, চলছে উদ্ধারকাজ

খনিতে লিফট ছিঁড়ে আটক 14 জন ৷ মঙ্গলবার রাজস্থানের ঝুনঝুন এলাকার হিন্দুস্তান কপার লিমিটেডের কোলিহান খনির ঘটনা ৷ আটকে থাকা আধিকারিকদের নিরাপদে বের করে আনতে দ্রুত উদ্ধারকাজ শুরু হয়েছে ৷ ইতিমধ্যেই 3 জনকে উদ্ধার করা গিয়েছে ৷ তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ ঘটনাস্থলে একাধিক অ্যাম্বুলেন্স রাখা হয়েছে ৷ স্থানীয় বিজেপি বিধায়ক ধর্মপাল গুর্জার বলেন, “আমি নির্বাচনী প্রচারের জন্য হরিয়ানায় গিয়েছিলাম ৷ খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে এসেছি । সকলকে ডেকেছি এবং উদ্ধারকারীরা দ্রুত আটকে থাকা কর্মীদের উদ্ধারের চেষ্টা করছেন।” ঘটনাপ্রসঙ্গে স্থানীয় সরকারি হাসপাতালের এক কর্মী শিশরাম বলেন, “তামার খনিতে আটকে থাকা সকলকেই উদ্ধার করা হয়েছে ৷ 3 জন গুরুতর আহত ৷ তাঁদেল হাতে ও পায়ে চোট লেগেছে ৷ তাঁদের চিকিৎসা চলছে ৷ বাকিরা মোটামুটি সুস্থ আছেন ৷” ঝুনঝুন সরকারি হাসপাতালের চিকিৎসর প্রবীন শর্মা বলেন, “খনি থেকে সকলকেই উদ্ধার করা হয়েছে ৷ এঁদের মধ্যে তিন জনের চোট গুরুতর ৷ তাঁদেরকে জয়পুরে স্থানাস্তর করা হয়েছে ৷”