বিনোদন

বছর শেষেই পাঠান ২-এর শুটিং শুরু করবেন শাহরুখ!

চলতি বছরেই ‘পাঠান’ নিয়ে ফের চমক দিতে চলেছেন শাহরুখ খান ও আদিত্য চোপড়া। ইন্ডাস্ট্রি সূত্রে খবর, ‘পাঠান’ ছবির সিক্যুয়েলের চিত্রনাট্য ইতিমধ্যেই তৈরি। শোনা যাচ্ছে, বছর শেষেই নাকি শুটিং শুরু করে দেবেন পাঠান ২ টিম। সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, পাঠান ২ ছবিই হবে যশরাজ ব্যানারে তৈরি স্পাই ইউনিভার্সের অষ্টম ছবি। জানা গিয়েছে, ‘পাঠান ২’ তে দীপিকা পাড়ুকোন তো থাকছেনই, তবে দেখা যেতে পারে আলিয়া ভাটকেও। এমনকী, ইন্ডাস্ট্রি সূত্রে খবর, টাইগার-এর জোয়া অর্থাৎ ক্যাটরিনাকেও চিত্রনাট্যে জায়গা দেবেন পরিচালক সিদ্ধার্থ আনন্দ। তবে খলনায়কের চরিত্রে এবার আর জন আব্রাহম নন, বরং আরও বড় চমক দেবেন আদিত্য চোপড়া। খবর অনুযায়ী, ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই ছবির শুটিং শুরু করবেন শাহরুখ।