বিনোদন

সামনে এল ‘পাঠান’-এর দ্বিতীয় গান ‘ঝুমে যো পাঠান’, মুক্তির ৬ ঘণ্টার মধ্যেই ট্রেন্ডিং ওয়ান এই গান

‘বেশরম রং’ এর পর সামনে এল ‘পাঠান’-এর দ্বিতীয় গান ‘ঝুমে যো পাঠান’। এই গানটি শুনতে ও দেখতে যে বহু মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন, তা মুক্তির পরই বেশ টের পাওয়া গেল। গানটি যশরাজ ফিল্মস-এর ইউটিউব চ্যানেলে সকাল ১১টায় মুক্তি পায়। আর মুক্তির ৬ ঘণ্টার মধ্যে গানটির ভিউ ৮ মিলিয়ন অর্থাৎ ৮০ লক্ষ। ইউটিউবে ট্রেন্ডিং ওয়ান এই গান। ফের একবার শাহরুখের লিপে এই গানটি গেয়েছেন অরিজিৎ সিং। গোটা গানটিতে দীপিকার হট লুক আর শাহরুখের কুল অ্যান্ড ক্যাজুয়াল অ্যাটিটিউড, আর ‘ডান্স মুভস’ থেকে চোখ ফেরানো সত্যিই দায়। সঙ্গে রয়েছে অরিজিৎ সিং-এর গলার সেই মাদকতা, অরিজিতের সঙ্গে যোগ্য সঙ্গত করেছেন সুকৃতি কক্কর। গানটির মিউজিক ডিরেক্টর বিশাল শেখর। গানটি লিখেছেন কুমার। গানটি মিক্সিং-এর দায়িত্বে ছিলেন অভিষেক খান্ডেলওয়াল ও দীলিপ নায়ার।