দেশ

নাসিকের কাছে শালিমার এক্সপ্রেসে আগুন

শালিমার লোকমান্য তিলক এক্সপ্রেসে আগুন। জানা গিয়েছে, আজ সকাল ৮টা ৪৫ নাগাদ নাসিকের কাছে শালিমার লোকমান্য তিলক টার্মিনাস এক্সপ্রেসের মালবাহী কামরায় আগুন লেগে যায়। যদিও যাত্রীবাহী কামরাগুলিতে সেই আগুন ছড়িয়ে পড়তে পারেনি। দ্রুত মালবাহী কামরাটিকে ট্রেন থেকে আলাদা করে দেয় রেল কর্তৃপক্ষ।