কলকাতা

সিএএ নিয়ে শান্তনু ঠাকুরের বিরুদ্ধে দ্বিচারিতা অভিযোগে সরব শশী পাঁজা

সিএএ নিয়ে বনগাঁর সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে ‘দ্বিচারিতা’র অভিযোগ করলে রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। এক ভিডিও বার্তায় শশী পাঁজা বলেন, ‘শান্তনু ঠাকুর দ্বিচারিতা করছেন। দিল্লিতে একরকম কথা বলছেন, আবার বাংলায় অন্যরকম কথা তিনি বলেন। তৃণমূলের সভানেত্রী তথা মুখ্যমন্ত্রী পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে সিএএ বাংলায় হবে না। এটা যাঁরা বলছেন, লোকসভা নির্বাচনের আগে প্রতিশ্রিত দিচ্ছেন, আইনটা তাঁরা প্রণয়ন করেছেন, কিন্তু সেটা তাঁরা আরম্ভ করতে পারছেন না, কারণ গাইডলাইন ঠিক নেই। এগুলো কোথাও না কোথাও মানুষের সঙ্গে প্রতারণা হচ্ছে।’ শশী পাঁজা আরও বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলে দিয়েছেন, সিএএ হবে না। তিনি আরও বলেছেন, পশ্চিমবঙ্গে যাঁরা বসবাস করছেন, রেশন পাচ্ছেন, সমস্তরকম সরকারি প্রকল্পের সঙ্গে যুক্ত রয়েছেন, তাঁরা ইতিমধ্যেই নাগরিক, দ্বিতীয়বার তাঁদেরকে সিএএ-র মাধ্যমে নাগরিকত্ব দেওয়ার কথা যেটা বিজেপি বলছে, সেটা ভুল। ফলে সিএএ প্রয়োজন নেই, সিএএ হবে না, মুখ্যমন্ত্রী পরিষ্কারভাবে বলে দিয়েছেন। যাঁরা পশ্চিমবঙ্গে রয়েছেন, তাঁরা প্রত্যেকেই দেশের নাগরিক।’