দেশজুড়ে করোনা টিকার আকাল মেটাতে নয়া ‘ফর্মুলা’ দিলেন দিল্লির অরবিন্দ কেজরিওয়াল। দাবি তুললেন, আপাতত যে দুটি সংস্থা ভারতে সংস্থা টিকা (কোভিশিল্ড ও কোভ্যাক্সিন) তৈরি করছে, তাদের থেকে প্রতিষেধকের ফর্মুলা নিক কেন্দ্র। তারপর তা বিভিন্ন সংস্থার হাতে তুলে দেওয়া হয়। তার ফলে দেশে টিকার জোগান বাড়বে। এদিন সাংবাদিকদের অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, “মাত্র দুটো কোম্পানি টিকা তৈরি করছে ৷ তারা মাসে ৬-৭ কোটি টিকা তৈরি করছে ৷ এ ভাবে চললে সবাইকে টিকা দিতে দু বছর সময় লেগে যাবে ৷ ততদিনে আরও অনেক ঢেউ চলে আসবে ৷ টিকার উত্পাদন বাড়ানো ও এ নিয়ে জাতীয় পরিকল্পনা তৈরি করা খুবই জরুরি ৷” কেজরিওয়ালের মতে, “বিভিন্ন কোম্পানিকে টিকা তৈরির দায়িত্ব দেওয়া উচিত ৷ এই দুই কোম্পানির থেকে ফর্মুলা সংগ্রহ করে তা অন্যান্যদের দেওয়া উচিত কেন্দ্রের ৷ যাতে তারাও সুরক্ষিতভাবে টিকা তৈরি করতে পারে ৷” এই কঠিন সময়ে কেন্দ্রীয় সরকারের এটা করার ক্ষমতা রয়েছে বলেও জানান দিল্লির মুখ্যমন্ত্রী ৷