কলকাতা

শিল্প মহলকে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ রাজ্যের শিল্পমন্ত্রী শশী পাঁজার

রাজ্যের ভাবমূর্তিকে কালিমালিপ্ত করার জন্য নানা অপপ্রচার চলছে বলে অভিযোগ করলেন শিল্পমন্ত্রী শশী পাঁজা। তাঁর আরও অভিযোগ, রাজ্যের শিল্পের পরিবেশকে ভুলভাবে তুলে ধরার চেষ্টা করছে বিরোধীরা। শনিবার ইস্ট ইন্ডিয়া সামিট উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রী বলেন, এইসব অপপ্রচারকে শিল্পপতিরা যেন গুরুত্ব না দেন। শিল্পমন্ত্রী বলেন, আগামিদিনে তাজপুরে গভীর সমুদ্র বন্দর শিল্পে যোগাযোগের এক গুরুত্বপূর্ণ মাধ্য হয়ে উঠবে। উত্তরবঙ্গেও বেশকিছু নতুন শিল্প স্থাপনের রূপরেখা তৈরি করা হচ্ছে। কর্মসংস্থানমুখী এই নতুন প্রকল্পগুলি রাজ্যের আর্থিক বৃদ্ধি সুনিশ্চিত করবে। তাঁর আরও দাবি, রাজ্য সরকারের চা পর্যটন নীতি চা বাগানের উন্নতির ক্ষেত্রে নতুন দিশা নিয়ে আসবে।  শিল্পমন্ত্রী শশী পাঁজার জানান, বাংলাদেশ এবং নেপালের মতো প্রতিবেশী দেশগুলির সঙ্গেও বিনিয়োগের ব্যাপারে আলোচনা হয়েছে।