দেশ

ভারত বাংলাদেশের বন্ধু, আমি যখনই ভারতে আসি, তখনই আমার মন ভরে ওঠেঃ শেখ হাসিনা

মঙ্গলবার সকালে রাষ্ট্রপতি ভবনে যান বাংলাদেশের প্রধানমন্ত্রী। দিল্লির রাইসিনা হিলসে তাঁকে স্বাগত জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাষ্ট্রপতি ভবনে রেওয়াজ মেনে সাড়ম্বর অভ্যর্থনা জানানো হয় প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রী হাসিনাকে। তার পর রাইসিনা হিলস চত্বরেই দাঁড়িয়ে তাঁর এ বারের ভারত সফরের প্রথম বক্তৃতা করেন হাসিনা। তাঁর প্রথম বক্তৃতায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন, ভারত বাংলাদেশের বন্ধু। আমি যখনই ভারতে আসি, তখনই আমার মন ভরে ওঠে। বিশেষত বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের সহযোগিতার কথা স্মরণ করতেই হয়। আমাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। আমরা পারস্পরিক সহযোগিতায় বিশ্বাস রাখি, পালন করি। এদিন সকালে রাষ্ট্রপতি ভবনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। সেখানে হাসিনাকে গার্ড অব অনার দেওয়া হয়। সেখানেই তিনি বলেন, বন্ধুত্বের সম্পর্কে সব সমস্যার সমাধান সম্ভব। তাই আমরা সবসময় সেটাই করি। সোমবার চারদিনের সফরে দিল্লি এসে পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সফরে দুদেশের সম্পর্ক আরও মজবুত ও উন্নত হবে বলে মনে করা হচ্ছে। গরুসহ বিভিন্ন পাচার ঠেকানো, সীমান্ত সুরক্ষা, বাণিজ্য ও প্রতিরক্ষা বিষয়ক বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।