কলকাতা

রাজ্য পুলিশকে ছাড়পত্র, ৭ দিনের মধ্যে গ্রেফতার হবে শাহজাহান, হাইকোর্ট নির্দেশের পরে দাবি কুণাল-ব্রাত্যর

সন্দেশখালির শেখ শাহজাহানকে কবে গ্রেফতার করা হবে? প্রশ্ন এখন একটাই। এদিকে সোমবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি জানিয়ে দেন, শেখ শাহজাহানকে গ্রেফতার করতে রাজ্য পুলিশের কোনও বাধা নেই। তারপরেই তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক কুণাল ঘোষের দাবি, আগামী সাত দিনের মধ্যে গ্রেফতার করা হবে শেখ শাহজাহানকে। কুণাল এদিন বলেন, গতকাল সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আদালতের স্থগিতাদেশের জন্য শেখ শাহজাহানকে গ্রেফতার করা যাচ্ছে না। আইনি জট ছিল।আগে ডিজি রাজিব কুমার বারবার এটাই বোঝাতে চেয়েছেন। আজ কলকাতা হাইকোর্টে বিষয়টি উঠেছে। সত্যিটা অভিষেক সামনে এনেছেন বলে বিষয়টি আদালতে এসেছে। হাইকোর্টকে ধন্যবাদ। রাজ্য পুলিশকে আদালত ছাড়পত্র দিলেন। আমরা আশাবাদী ৭ দিনের মধ্যে গ্রেফতার করা হবে শেখ শাহজাহানকে।