দেশ

গোয়া উপকূলের কাছেই জোরালো বিস্ফোরণ,  মাঝসমুদ্রে পণ্যবাহী জাহাজে আগুন, মৃত ১

গোয়ার উপকূলের অদূরেই আগুন লাগল একটি পণ্যবাহী জাহাজে। ঘটনায় একজনের মজত্যু হয়েছে বলে জানা গিয়েছে। অগ্নিকাণ্ডের কবলে পড়া জাহাজের নাম ‘এমভি মায়েরস্ক ফ্রাঙ্কফুর্ট’ বলে জানা গিয়েছে। এদিকে জাহাজ মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে, ‘এমভি মায়েরস্ক ফ্রাঙ্কফুর্ট’-এ এখনও আগুন জ্বলছে। আপাতত এই জাহাজটি ভারতীয় উপকূল থেকে মাত্র ৮০ নটিকাল মাইল দূরে অবস্থান করছে।  ‘এমভি মায়েরস্ক ফ্রাঙ্কফুর্ট’-এ একটি বিকল বিস্ফোরণ হয়। এরপর দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করে জাহাজে। এই জাহাজে মোট ২১ জন ক্রু সদস্য রয়েছেন বলে জানা গিয়েছে। তাঁদের মধ্যে কেউই অবশ্য ভারতীয় নন। জাহাজের ক্রু সদস্যরা ফিলিপিনো, মন্টেনিগ্রো এবং ইউক্রেনের নাগরিক বলে জানা গিয়েছে।   রিপোর্টে দাবি করা হয়েছে, ‘এমভি মায়েরস্ক ফ্রাঙ্কফুর্ট’ জাহাজটি গুজরাটের মুন্দ্রা বন্দর থেকে যাত্রা শুরু করেছিল। এটি শ্রীলঙ্কার কলম্বো বন্দরের দিকে যাচ্ছিল। সেই সময়ই গুজরাটের উপকূলের অদূরে এই বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ড ঘটে। এই ঘটনায় মৃত ক্রু সদস্য একজন ফিলিপিনো বলে জানা গিয়েছে। আপাতত বাকি ক্রু সদস্যরা নিরাপদেই আছেন বলে জানা গিয়েছে। তবে জাহাজে থাকা ১৬০টি কন্টেইনারের মধ্যে ২০টিতে আগুন ধরে গিয়েছে।