একনাগাড়ে বৃষ্টিতে বিপর্যস্ত সিকিমের জনজীবন। লাগাতার বৃষ্টির জেরে একের পর এক ধস নামছে। মংগন এলাকায় হড়পা বানে পাঁচ জনের ভেসে যাওয়ার খবর মিলেছিল। ধসের জেরে একের পর এক বাড়ি ঘসে যাওয়ার মাটি চাপা পড়ে ছয়জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন কমপক্ষে ২৫ জন। ধস নেমে, সেতু ভেঙে পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়েছে যে লাচুং, লাচেন-সহ সিকিমের বহু এলাকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। উদ্ধারকাজেও তাই সমস্যা হচ্ছে।রাজ্যের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং দুর্গতদের সব রকমের সাহায্যের আশ্বাস দিয়েছেন। ইতিমধ্যে যেসব জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে উদ্ধারকাজ শুরু হয়েছে। উদ্ধার কাজে প্রশাসনিক কর্মীদের সাহায্য করছেন স্থানীয় বাসিন্দারাও। সংকলন সেতু ক্ষতিগ্রস্ত হওয়ায় ওই পর্যটকদের কিভাবে গ্যাংটক এ ফিরিয়ে আনা হবে তা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে প্রশাসনের।