২০০৯ সাল থেকে পর পর তিনবার পূর্ব মেদিনীপুরের কাঁথি লোকসভা কেন্দ্র থেকে জিতেছেন শিশির অধিকারী ৷ তৃণমূল সাংসদ হয়ে ইউপিএ আমলে মন্ত্রী হয়েছেন ৷ মোদি জমানায় সরকারের বিরুদ্ধে দলের হয়ে বিভিন্ন ইস্যুতে সরব হয়েছেন ৷ বর্ষীয়ান এই রাজনীতিকের বর্তমান অবস্থান কী ? তা জানাতে আরও একমাস সময় প্রয়োজন শান্তিকুঞ্জের কর্তার ৷ এই মর্মেই তিনি লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে চিঠি পাঠিয়েছেন বলে খবর ৷ তিনি বিজেপিতে যোগ দিয়ে থাকলে দলত্যাগ বিরোধী আইনে তাঁর পদ খারিজ হওয়ার কথা ৷ সেই কারণেই লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছিল তৃণমূল কংগ্রেস ৷ তার পরিপ্রেক্ষিতে ওম বিড়লা কাঁথির সাংসদের রাজনৈতিক অবস্থান জানতে চেয়েছিলেন ৷ কিন্তু অসুস্থতার কারণে তা জানাতে আরও একমাস সময় লাগবে বলে মনে করছেন শিশির অধিকারী ৷ তাই তিনি এক মাসের সময় চেয়ে লোকসভার অধ্যক্ষকে চিঠি দিয়েছেন বলে জানা গিয়েছে ৷