জেলা

আজ দুপুর থেকেই সিত্রাং-এর তাণ্ডব শুরু, ১০০ কিলোমিটার বেগে দমকা হাওয়া ও ভারী বৃষ্টি, মধ্য রাতের পর ল্যান্ডফল বাংলাদেশে

সুন্দরবন এলাকা প্রভাব পড়বে সবথেকে বেশি 

সাগর দ্বীপের ৪৩০ কিলোমিটার দক্ষিণে এবং বরিশালের ৫৮০ কিমি দক্ষিণে ল্যাটিচিউড 17.80N এবং 88.60E অবস্থান করছে ঘূর্ণিঝড় ‘সিত্রাং’। আগামী ১২ ঘণ্টার মধ্যে এটি আরও তীব্র হয়ে ওঠার আশঙ্কা করা হচ্ছে। এরপর আগামিকাল মঙ্গলবার অর্থাৎ ২৫ অক্টোবর ভোরে বাংলাদেশ উপকূল অতিক্রম করবে এই ঘূর্ণিঝড় এমনটাই পূর্বাভাস আবহাওয়া দফতরের। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, ঘূর্ণিঝড় সিত্রাং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। আজ দুপুরের মধ্যে এটি শক্তি বাড়িয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে। শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবেই আজ মধ্য রাতের পর এটি বাংলাদেশে আছে পড়তে পারে। এর প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার শুরু দক্ষিণবঙ্গে। বুধবার সকাল পর্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়া। সুন্দরবন এলাকা সবথেকে বেশি  প্রভাব পড়বে।সোমবার মধ্যরাতের পর থেকে মঙ্গলবার সকালের মধ্যে বাংলাদেশের বরিশালের কাছে তিনকোনা আইল্যান্ড ও সন্দীপের মাঝে ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় সিত্রাং। ল্যান্ডফলের সময় এই ঘূর্ণিঝড় শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে পরিণত হবে এর গতিবেগ ঘন্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার প্রতি ঘন্টায় থাকতে পারে। সবথেকে বেশি প্রভাব পড়বে, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনার উপকূল এলাকায়। আংশিক প্রভাব পড়বে পূর্ব মেদিনীপুরের কিছু অংশে। সামান্য প্রভাব পড়বে কলকাতা হাওড়া হুগলি, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও নদিয়ার কিছু অংশে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই মঙ্গলবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি আংশিক মেঘলা আকাশ।