বিদেশ

শ্রীলঙ্কায় প্রধানমন্ত্রীর পদত্যাগের পরেও সংঘর্ষ, দেশজুড়ে কারফিউ জারি

সরকারবিরোধী বিক্ষোভকারীদের উপর গুলি চালানোর পর ক্ষমতাসীন দলের এক আইনপ্রণেতার লাশ উদ্ধার হয়েছে শ্রীলঙ্কায়। রাজধানী কলম্বোর সন্নিহিত নিত্তামবুয়া এলাকায় এই ঘটনা ঘটেছে। অমরাকীর্থি আথুকোরালা নামের ওই এমপি নিত্তামবুয়া এলাকায় বিক্ষোভকারীদের সামনে পড়ে যান। এ সময় তাঁর গাড়ির পথরোধ করলে তিনি গুলি চালান। এতে দু’জন গুরুতর আহত হন। সংঘর্ষের মাত্রা বাড়ে। সংঘর্ষের মাঝেই কাছাকাছি একটি বাড়িতে আশ্রয় নেওয়ার চেষ্টা করেন ওই এমপি। আর তার পরই তাঁর লাশ পাওয়া যায় বলে জানা গিয়েছে। ১৯৪৮ সালে স্বাধীনতার পর সবচেয়ে বড় অর্থনৈতিক সংকটের মুখে পড়েছে শ্রীলঙ্কা। এই সঙ্কটের জন্য সরকারের অব্যবস্থাপনাকেই দায়ী করছে দেশের জনগণ। বেশ কিছুদিন ধরে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের কার্যালয়ের বাইরে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে বিরোধীরা। সোমবার রাজধানী-সহ দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভকারীদের সঙ্গে সরকার-সমর্থকদের সংঘর্ষ হয়। এতে অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন বলে খবর। এদিকে সঙ্কট সমাধানে সোমবারই পদত্যাগ করেছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে। শীর্ষস্থানীয় এক নিরাপত্তা কর্মকর্তা জানান, ‘ভোরের আলো ফোটার আগে এক অভিযানে সাবেক প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারের সদস্যদের নিরাপদে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী।’ তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর বাসভবনে কমপক্ষে ১০টি পেট্রল বোমা নিক্ষেপ করা হয়েছিল।’ মাহিন্দা রাজাপক্ষকে অজ্ঞাতনামা স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আগের দিন দেশটিতে সহিংস বিক্ষোভে কমপক্ষে পাঁচজন নিহত হন। নিহত ব্যক্তিদের মধ্যে একজন আইনপ্রণেতাও রয়েছেন। বিক্ষোভকারীদের কবলে পড়ে তিনি নিজ গুলিতে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ বিক্ষোভে আহত হয়েছেন আরও প্রায় ২০০ জন।