দেশ

কাশ্মীরে ব্যাপক তুষারপাত, ব্যহত যান চলাচল

রবিবার কাশ্মীরের তাপমাত্রা হিমাঙ্কের নীচে নেমে গেল। ১৬ বছরে এই প্রথমবার। বরফের চাদরে ঢেকে গেল গোটা ভূস্বর্গ। চলতি শীতে উপত্যকায় বরফের দেখা না মেলায় খানিক হতাশ হয়েছিল পর্যটকেরা। তবে শীতের শেষলগ্নে ব্যাপক তুষারপাত কাশ্মীর জুড়ে। অতিরিক্ত তুষারপাতের কারণে বন্ধ বহু রাস্তাঘাট। ব্যাহত যান চলাচল। রাস্তায় বরফ কাটতে মাঠে নামানো হয়েছে জেসিবি মেশিন। অন্যদিকে জম্মু-কাশ্মীরে ব্যাপক তুষারপাতের জেরে শ্রীনগরে দৃশ্যমানতা শূন্যের নিচে নেমে গিয়েছে। সে কারণে বন্ধ করে দেওয়া হয়েছে শ্রীনগর আন্তর্জাতিক বিমানবন্দর। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত শ্রীনগর বিমানবন্দরে বিমান চলাচল পুরোপুরি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।