জেলা

বেতন বিভ্রাটের জেরে গত ২ মাস ধরে বেতন পাচ্ছেন পলতা জলপ্রকল্প বিভাগে ২৭জন কর্মী

বেতন বিভ্রাটের জেরে গত ২ মাস ধরে বেতন পাচ্ছেন না কলকাতা পুরনিগমের ২৭জন চুক্তিভিত্তিক কর্মী। এই কর্মীরা পুরনিগমের পানীয় জল সরবরাহ বিভাগে কাজ করেন। পুরনিগমের জল সরবরাহ বিভাগের গুরুত্বপূর্ণ শাখা পলতা জলপ্রকল্প বিভাগে এই ঘটনা ঘটেছে। যে ২৭জন কর্মীর বেতন আটকে গিয়েছে তাঁদের কেউ মাইনে পান ১৫ হাজার টাকা, কেউ বা ১৮ হাজার টাকা। গত মার্চ এবং এপ্রিল মাসের মাইনে তাঁদের হয়নি। তবুও তাঁরা কাজ চালু রেখেছেন। সেখানে ২৪ ঘণ্টা শিফটে ১২৪ জন কর্মী রয়েছেন। পাশাপাশি, নিরাপত্তাকর্মী ১১৮ জন। এরা প্রত্যেকেই বেসরকারি সংস্থা মারফৎ নিযুক্ত চুক্তিভিত্তিক কর্মী। সেই সংস্থাকেই পুরনিগম প্রাপ্য টাকা দিচ্ছে না। প্রচুর টাকা বকেয়া হয়ে যাওয়ায় ওই সংস্থা কর্মীদের মাইনে বন্ধ করেছে। জানা গিয়েছে, পলতার ৪০ এমজিডি ইউনিটের ২৭ জন কর্মীর এখন বেতন আটকে যাওয়ায় ওই বেসরকারি সংস্থা লিখিতভাবে জানিয়েছে, কলকাতা পুরনিগম কর্তৃপক্ষ তাঁদের কোনও টাকা দিচ্ছে না। তাই তারাও এই বেতন দিতে পারছেন না। জরুরি পরিষেবা হওয়ায় কষ্ট হলেও নাগরিক স্বার্থের কথা ভেবে কাজ চালিয়ে যাওয়া হচ্ছে। তবে দীর্ঘদিন টাকা না পেলে এমনটা সম্ভব নয়। এই প্রসঙ্গে পুরনিগমের এক শীর্ষ আধিকারিক জানান, কী হয়েছে, তা গোটাটাই খোঁজখবর নেওয়া হচ্ছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। যাতে দ্রুত এই সমস্যার সমাধান ঘটে।