দেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় নির্বাচিত সোনিয়া গান্ধি

সোনিয়া গান্ধি-র রাজনৈতিক জীবনে নতুন পথ চলা শুরু। লোকসভা ছেড়ে এই প্রথম রাজ্যসভায় পা রাখছেন কংগ্রেসের শীর্ষ নেত্রী সোনিয়া গান্ধি। রাজস্থান থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদের উচ্চকক্ষে নির্বাচিত হলেন সোনিয়া গান্ধি। ২০০৪ সাল থেকে টানা চারটি নির্বাচনে জিতে উত্তরপ্রদেশের রায়বেরিলি কেন্দ্রে সাংসদ ছিলেন সোনিয়া। মোদি ঝড়েও গত দুটি লোকসভা নির্বাচনে অনায়াসে জিতেছিলেন তিনি। কিন্তু বয়সজনিত কারণে আর লোকসভা নির্বাচনের প্রচারের ধকল নিতে পারবেন না বলে রাজ্যসভায় গিয়ে মানুষের পাশে থেকে বিজেপির বিরুদ্ধে সোচ্চার হবেন বলে জানিয়েছেন সোনিয়া। রায়বেরিলি থেকে সোনিয়ার পরিবর্তে কংগ্রেস প্রার্থী হিসেবে দেখা যেতে পারে প্রিয়াঙ্কা গান্ধীকে। আগে এখান থেকে জিতে সংসাদ হয়ে প্রধানমন্ত্রী হন ইন্দিরা গান্ধি।