আগের থেকে শারিরীক অবস্থার সামান্য উন্নতি হয়েছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের। তাঁর করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে আগেই। আর করোনা মুক্ত হওয়ার পর থেকেই চিকিত্সায় সাড়া দিচ্ছেন তিনি। তার ফলে তাঁকে কোভিড আইসিইউ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। হাসপাতালের তরফে জানানো হয়েছে, তিনি চিকিত্সায় খুব ভালো সাড়া দিচ্ছেন। মিউজিক থেরাপিও দেওয়া হচ্ছে ৮৫ বছরের অভিনেতাকে। শোনানো হচ্ছে রবীন্দ্র সঙ্গীত। তাঁর অভিনীত ছবির গানও শোনানো হচ্ছে অভিনেতাকে। ফের জ্বর না আসায় কিছুটা স্বস্তিতে চিকিৎসকরা। হাসপাতাল সূত্রের খবর কথাও বলছেন অভিনেতা। কমেছে বাইপ্যাপ সাপোর্টের প্রয়োজন। সোডিয়াম পটাসিয়ামের মাত্রা স্বাভাবিক থাকলেও চ্যালেঞ্জ এখন UTI। ১৬ সদস্যের যে মেডিক্যাল বোর্ড সৌমিত্রের চিকিৎসা করছে তার প্রধান, ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ অরিন্দম কর শুক্রবার সকালে মেডিক্যাল বুলেটিনে জানান, আগের থেকে অনেকটা ভালো আছেন অভিনেতা। সবচেয়ে যেটা স্বস্তির খবর, তাঁর করোনা নেগেটিভ এসেছে। সেই কারণে তাঁকে কোভিড আইসিউ থেকেও সরিয়ে দেওয়া হয়েছে। গত ৪০ ঘণ্টায় আর তাঁর জ্বর আসেনি। লিভার, কিডনি, হার্ট সব স্বাভাবিক অবস্থায় রয়েছে। এবং তাঁর অক্সিজেনের স্যাচুরেশন ৯৬ শতাংশের বেশি রয়েছে। মাত্র ৪০ শতাংশ অক্সিজেন সাপোর্ট তাঁকে দিতে হচ্ছে বর্তমানে। তাঁর সোডিয়াম ও পটাসিয়ামের মাত্রাও স্বাভাবিক হয়েছে। শুক্রবার তাঁর আরও বেশকিছু পরীক্ষা-নীরিক্ষা করা হবে। আগামী ২-৩ দিনে তাঁর শারীরিক অবস্থার আরও কিছুটা উন্নতি হবে বলে আশা করছেন চিকিত্সকরা।