কলকাতা

‘দিদি আমাদের কাছের মানুষ’, বললেন সৌরভ ও ডোনা

কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজে সৌরভের বাড়িতে আমন্ত্রণ নিয়েছিলেন। সেই আমন্ত্রণ ফিরিয়ে দেননি প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। যথাযোগ্য ভাবে আপ্যায়ণ করেছেন তাঁকে। আর তার জেরেই রাজ্য রাজনীতিতে জল্পনা ছড়িয়েছিল বাইশ গজের দৌড়ের পাশাপাশি এবার রাজনীতির ময়দানেও দৌড় শুরু করতে চলেছেন কলকাতার ‘মহারাজ’ সৌরভ গঙ্গোপাধ্যায়। কিন্তু বেহালায় সৌরভের বাড়িতে এসে ভোজ খেয়ে যাওয়া অমিত শাহের সফরের ২৪ ঘন্টা কাটার আগেই সৌরভ ও তাঁর স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের গলায় যে যুগলবন্দী সুর শোনা গেলা তা দেখে অনেকেই মনে করছেন গঙ্গোপাধ্যায় পরিবার ভারসাম্যের বিষয়ে বেশ ওয়াকিবহাল। তাই শাহি সফরের পরে পরেই শনিবার দুইজনে জানিয়ে দিলেন, ‘দিদি আমাদের খুব কাছের মানুষ।’ আর সেটাও রাজ্যের পরিবহণ, পুর ও নগরোন্নয়ন এবং আবাসন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের পাশে দাঁড়িয়েই।  শনিবার কলকাতার চিংড়িঘাটার কাছে মেট্রোপলিটান এলাকায় একটি বেসরকারি হাসপাতালের উদ্বোধনের অনুষ্ঠানে সস্ত্রীক

হাজির হয়েছিলেন সৌরভ। উপস্থিত ছিলেন ফিরহাদও। সেখানেই সাংবাদিকেরা প্রশ্ন ছুঁড়ে দেন সৌরভ ও ডোনার দিকে যে তাঁদের এবার রাজনীতিতে দেখা যাবে কিনা! সেই প্রশ্নের জবাবে ডোনা জানান, ‘সৌরভ যা ভাল বুঝবে, তাই করবে। এ প্রশ্নের উত্তর আমার কাছে নেই। তবে রাজনীতিতে যোগ না দিয়েও ও ভাল কাজ করছে। আগামী দিনেও করবে।’ সৌরভ অবশ্য রাজনীতি নিয়ে কিছু বলেননি। তবে অমিত শাহের তাঁর বাড়িতে যাওয়া নিয়ে জল্পনা তৈরি হওয়ায় প্রাক্তন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক তথা বর্তমান বিসিসিআই চিফ সাফ জানান, ‘মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও আমার কাছের মানুষ।’ শুক্রবার রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সৌরভের বাড়িতে গিয়েছিলেন নৈশভোজে। সেখানেই শাহ এবং তাঁর সঙ্গীদের আতিথেয়তায় সক্রিয় ভূমিকায় দেখা গিয়েছিল সৌরভ-ডোনাকে। এদিন কিন্তু তাঁদের দুইজনকেই দেখা গিয়েছে ফিরহাদের ঘনিষ্ঠ বৃত্তেই। এদিন সৌরভ তাঁর বক্তৃতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বেশ প্রশংসাই করেন। তিনি বলেন, ‘এই বেসরকারি হাসপাতালের জন্য আমি মুখ্যমন্ত্রীর কাছে সাহায্যের আবেদন জানিয়েছিলাম। তারপর রাজ্যের তরফে সব রকমের সাহায্য মিলেছে।