কলকাতা

সৌরভ বাড়িতে নৈশভোজে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে তাঁর বাড়িতে যাওয়ার ইচ্ছাপ্রকাশ করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেই মতোই এদিন ভিক্টোরিয়ায় আয়োজিত সংস্কৃতি মন্ত্রকের অনুষ্ঠান শেষে সোজা মহারাজের বাড়ি পৌঁছে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর নৈশভোজের জন্য রীতিমতো এলাহি আয়োজন হয়েছিল সৌরভের বাড়িতে। একই টেবিলে পাশাপাশি বসেই নৈশভোজ সারলেন সৌরভ-শাহ। এদিন সন্ধে ৭টা ৫০ নাগাদ ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের বাড়িতে অমিত শাহের সঙ্গে পৌঁছে গিয়েছিলেন অমিত মালব্য, শুভেন্দু অধিকারী, স্বপন দাশগুপ্ত, সুকান্ত মজুমদারও। এক টেবিলে বসেই নৈশভোজ সারলেন শাহ, সৌরভ, স্নেহাশিস গঙ্গোপাধ্যায়রাও। শোনা যাচ্ছে, পঞ্চব্যঞ্জন সাজিয়ে দিয়েছিলেন ডোনা গঙ্গোপাধ্যায়। অমিত শাহ নিরামিষাশী হওয়ায় বিভিন্ন নিরামিষ পদের আয়োজন ছিল৷ ভাত, রুটি এবং লুচির সঙ্গে ছিল আলুর দম, ডাল মাখনি, ধোকার ডালনা, পনির, ভেজিটেবল কাটলেটের মতো পদ৷ সূত্রের খবর, অল্প বিস্তর সব পদ চেখে দেখলেও ধোকার ডালনার স্বাদ বিশেষ পছন্দ হয় অমিতের৷ চার বার ধোকা চেয়ে খান তিনি৷ সবশেষে রসগোল্লা, কাজু বরফি, মিষ্টি দই দিয়ে সম্পন্ন হয় শাহি ভোজ৷ এদিন সৌরভের বাড়িতে ‘শাহী’ নৈশভোজের পর নতুন করে যেন সৌরভের রাজনীতি যোগের জল্পনাই উসকে গেল।