বিজেপি রাজ্য সভাপতি ভর্তি হন ই এম বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ৷ শুক্রবার তাঁর অবস্থার খোঁজ নিতে সেখানে পৌঁছে যান সৌরভ গঙ্গোপাধ্যায়৷ বিজেপি রাজ্য সভাপতিকে দেখতে নিয়মিতই তাঁদের নেতৃত্ব হাসপাতালে যাচ্ছেন৷ প্রতি মুহূর্তে মনিটর হচ্ছে তাঁর অবস্থা৷ এদিন দাদাও হাসপাতালে সুকান্ত মজুমদারের খোঁজ নেন৷ এদিকে দাদার মা বেশ কিছুদিন ধরেই বাইপাসের ধারের একটি বেসরকারি হাসাপাতালেই চিকিৎসাধীন ছিলেন৷এর আগে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে সরস্বতী পুজোর দিন বিকেলে বসিরহাট থেকে অ্যাম্বুল্যান্সে করে কলকাতার হাসপাতালে নিয়ে আসা হয় বিজেপি রাজ্য সভাপতিকে৷ যদিও সুকান্ত মজুমদারের আঘাত নিয়ে বিজেপির অভিযোগ মানতে নারাজ তৃণমূল৷ তৃণমূল নেতা শান্তনু সেনের কটাক্ষ, সাংসদ হিসেবে মেয়াদ শেষ হলে এবার অভিনয়ে নামবেন বিজেপি রাজ্য সভাপতি৷ এ দিন তারই মহড়া দিয়ে নিলেন তিনি৷