সৌরভ গাঙ্গুলি কি আদৌ সিএবি নির্বাচনে দাঁড়াবেন? এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। এদিকে সিএবি নির্বাচনে প্রেসিডেন্ট পদে সৌরভ গঙ্গোপাধ্যায় প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলেও জোর খবর হয়৷ কিন্তু হঠাৎই ফের নাটকীয় পট পরিবর্তন৷ সেক্ষেত্রে শোনা যাচ্ছে সিএবি প্রেসিডেন্ট পদে সৌরভ নয়, তাঁর দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের নামই উঠে আসছে৷ সিএবি-র নতুন প্রশাসনিক প্যানেল এরকম হতে পারে- প্রেসিডেন্ট সৌরভের দাদা স্নেহাশিস , সম্ভাব্য সচিব নরেশ ওঝা, দেবব্রত দাস যুগ্ম সচিব পদে থাকবেন, প্রবীর চক্রবর্তী কোষাধক্ষ্য, ভাইস প্রেসিডেন্ট অমলেন্দু৷