খেলা

সৌরভ গঙ্গোপাধ্যায়কে ‘জেড’ ক্যাটাগরির নিরাপত্তা দিল রাজ্য সরকার

সৌরভ গঙ্গোপাধ্যায়ের নিরাপত্তা বাড়াল রাজ্য সরকার। ‘ওয়াই’ ক্যাটাগরির পরিবর্তে তিনি এখন থেকে ‘জেড’ ক্যাটাগরির নিরাপত্তা পাবেন। আগামী ২১ মে থেকে বাড়তি নিরাপত্তা দেওয়া হবে মহারাজকে। যদিও কী কারণে সৌরভের নিরাপত্তা বাড়ানো হল তা নিয়ে নবান্নের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। ২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও বাংলার দাদার জনপ্রিয়তা অটুটই রয়েছে। ব্যাট ও প্যাড তুলে রাখলেও ক্রিকেটের সঙ্গে আজও নিবিড় যোগাযোগ তাঁর। বাংলার ক্রিকেটের নিয়ামক সংস্থা সিএবি’র পাশাপাশি ভারতীয ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের দায়িত্বও সামলেছেন। বর্তমানে আইপিএলে দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। যদিও চলতি আইপিএলে দাদার দল তেমন দাপট দেখাতে পারেনি। প্লে-অফ থেকে বিদায় নিয়েছে। বাংলার গর্ব সৌরভের নিরাপত্তার বিষয়টির ওপরে প্রথম থেকেই জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে মহারাজকে ‘ওয়াই’ ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়েছিল। সূত্রের খবর, রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে বাড়তি নিরাপত্তার অনুরোধ জানিয়েছিলেন খোদ সৌরভ। তার পরেই ভিভিআইপিদের নিরাপত্তার দায়িত্বে থাকা সংশ্লিষ্ট দফতরকে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই নির্দেশের পরেই বেহালায় সৌরভের বাড়িতে গিয়ে বাড়তি নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। ‘ওয়াই’ থেকে ‘জেড’ ক্যাটাগরির নিরাপত্তার কারণে বাংলার ‘দাদার’ সঙ্গে সব সময় দু’জন বিশেষ নিরাপত্তা আধিকারিক থাকবেন। দেশ ও বিদেশ সফরেও সঙ্গী হবেন তাঁরা। সঙ্গে থাকবে বিশেষ এসকর্ট গাড়ি। বাড়িতেও বাড়তি নিরাপত্তা রক্ষী মোতায়েন করা হবে।