রেলে দুর্ঘটনা এড়াতে রেল-লাইন ইন্টার লকিংয়ের কাজ চলছে জোরকদমে। আর এই কাজের জন্য একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল করল দক্ষিণ-পূর্ব রেল। দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর ডিভিশনের হিজলি স্টেশনে থার্ড লাইনের জন্য চলছে ইন্টার লকিংয়ের কাজ। তাই আজ অর্থাৎ ৩১ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত বেশকিছু দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। এর মধ্যে অধিকাংশই পুরী ও দক্ষিণ ভারতগামী ট্রেন। যার জেরে বিপাকে পড়তে পারেন যাত্রীরা।
একনজরে দেখে নিন বাতিল ট্রেনের তালিকা –
- ১-৪ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল থাকছে আপ ও ডাউন শালিমার-পুরী ধৌলি এক্সপ্রেস।
- ১-৪ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল রয়েছে আপ ও ডাউন হাওড়া-ভুবনেশ্বর জন শতাব্দী এক্সপ্রেস।
- ১ ও ৩ ফেব্রুয়ারি বাতিল আপ শালিমার-পুরী এক্সপ্রেস।
- ৩১ জানুয়ারি ও ২ ফেব্রুয়ারি বাতিল ডাউন পুরী-শালিমার এক্সপ্রেস।
- ১, ২ ও ৪ ফেব্রুয়ারি বাতিল থাকছে আপ হাওড়া-সেকেন্দ্রাবাদ ফলকনুমা এক্সপ্রেস।
- ৩১ জানুয়ারি, ১ ও ৩ ফেব্রুয়ারি বাতিল ডাউন ফলকনুমা এক্সপ্রেস।
- ১-৪ ফেব্রুয়ারি বাতিল আপ শালিমার-হায়দরাবাদ ইস্ট কোস্ট এক্সপ্রেস।
- ৩১ জানুয়ারি- ৩ ফেব্রুয়ারি বাতিল ডাউন ইস্ট কোস্ট এক্সপ্রেস।
- ১ ও ৫ ফেব্রুয়ারি বাতিল আপ হাওড়া-যশবন্তপুর দুরন্ত এক্সপ্রেস।
- ৩১ জানুয়ারি ও ৩ ফেব্রুয়ারি ডাউন যশবন্তপুর-হাওড়া দুরন্ত এক্সপ্রেস বাতিল।