বিদেশ

করোনা আক্রান্ত রোগীদের সুস্থ করতে অ্যান্টি ভাইরাল ড্রাগ রেমডেসিভিরের অনুমোদন দিল দক্ষিণ কোরিয়া

করোনা আক্রান্ত রোগীদের সুস্থ করতে অ্যান্টি ভাইরাল ড্রাগ রেমডেসিভিরের (Remdesivir) জরুরি অনুমোদনের নির্দেশ দিল দক্ষিণ কোরিয়া। এর ফলে সেদেশে রেমডিসিভির আমদানির পথও প্রশস্ত হল। মার্কিন মুলুকের হাসপাতালগুলিতে মে মাস থেকেই জরুরি ভিত্তিতে রেমডেসিভিরের ব্যবহার শুরু হয়েছে। জাপানের হাসপাতালেও করোনা রোগীকে সুস্থ করতে রেমডেসিভিরের প্রয়োগ শুরু হয়েছে। এদিকে বিষয়টি নিয়ে আদৌ মামলা দায়ের করবে কি না সেই সংক্রান্ত বিবেচনা শুরু করেছে ব্রিটেন। দক্ষিণ কোরিয়ার খাদ্য ও ওষুধ বিষয়ক নিরাপত্তা মন্ত্রী এই প্রসঙ্গে বলেছেন, সেদেশের সরকারে পর্যালোচনা বলছে, এই ওষুধ যে করোনা মোকাবিলায় কার্যকর তা পরীক্ষিত। শুরু দিকে চিনের বাইরে দক্ষিণ কোরিয়াতেই করোনাভাইরাসে প্রকোপ প্রথমে দেখা যায়।