কলকাতা

মমতা বন্দ্যোপাধ্যায়কে অসম্মান করলে শেষ দেখে ছাড়বেন, শুভেন্দুকে হুঁশিয়ারি শোভনের

নন্দীগ্রাম আন্দোলন নিয়ে সরাসরি শুভেন্দু অধিকারীকে আক্রমণ করলেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন৷ নন্দীগ্রাম আন্দোলনের কথা টেনে এনে গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন শুভেন্দু অধিকারী৷ ফেসবুকে ভিডিও বার্তায় পাল্টা শুভেন্দুর বক্তব্যকে অসত্য বলে দাবি করলেন শোভন৷ একই সঙ্গে বিরোধী দলনেতার উদ্দেশে শোভনের হুঁশিয়ারি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মানহানি করার চেষ্টা করলে যতদূর যাওয়ার তিনি যাবেন৷ হঠাৎ করে শোভনের এই সক্রিয়তায় রাজনৈতিক মহলে প্রশ্ন, তিনি কি ফের তৃণমূলে সক্রিয় হওয়ার চেষ্টা করছেন? শোভন অবশ্য এই ভিডিও বার্তায় দাবি করেছেন, কোনও কিছু পাওয়ার লোভে নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের রাজনৈতিক সঙ্গী হিসেবেই এই প্রতিবাদ করছেন তিনি৷