বুধবার গ্রুপ ই-র ম্যাচে কোস্টারিকা-কে ৭-০ গোলে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল স্পেন। দুনিয়ার অন্যতম সেরা গোলকিপার নাভাসকে সাত সাতটা গোল দিলেন ফেরান টোরেসেরা। বিশ্বকাপের ইতিহাসে তাদের সবচেয়ে বড় জয় আল থামুনা স্টেডিয়ামে এদিন পেল স্পেন। ৮২ শতাংশ বলের দখল, গোলমুখে ১৭টা শট মেরে একেবারে সহজ জয় পেল ২০১০ বিশ্বকাপের চ্যাম্পিয়নরা। প্রথমার্ধে স্পেন ৩-০ গোলে এগিয়েছিল। ম্যাচের ১১ মিনিটে ড্যানি ওলমোর গোল দিয়ে গোল বন্যার শুরু স্পেনের। ২১ মিনিটে দলের দ্বিতীয় গোলটি করেন মার্কো আসেনসিও। দশ মিনিট পর পেনাল্টি থেকে স্পেনকে ৩-০ গোলে এগিয়ে দেন ফেরান টোরেস। বিরতির পর স্পেন আরও চারটি গোল করে। টোরেন ম্যাচের ৫৪ মিনিটে আরও এটি গোল করেন। ৭৪ মিনিটে খেলার ফল ৪-০ করেন গাভি। এরপর খেলার একেবারে শেষে স্পেনের ব্যবধান বাড়ান কার্লোস সোলের ও আলভারো মোরাতা।