দেশ

ফের সক্রিয় সিবিআই, দুর্নীতি মামলায় আদালতের নোটিশ বিহারের উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদবকে

সম্প্রতি নীতীশ কুমারের সঙ্গে জোট করে আবার বিহারের সরকারের ফিরেছেন আরজেডি-র তেজস্বী যাদব৷ ফের হয়েছেন বিহারের উপ-মুখ্যমন্ত্রী ৷ সেই ঘটনার মাসখানেকের মধ্যেই তাঁর বিরুদ্ধে নতুন করে সক্রিয় হল সিবিআই ৷ লালু প্রসাদ যাদবের পুত্রের বিরুদ্ধে আইআরসিটিসি দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ রয়েছে ৷ এই মামলায় তিনি আপাতত জামিনে রয়েছেন ৷ সেই জামিন প্রত্যাহার করার আবেদন নিয়ে দিল্লির বিশেষ সিবিআই আদালতের দ্বারস্থ হয় কেন্দ্রীয় তদন্তকারী ব্যুরো ৷ তদন্তকারী সংস্থার দাবি, এই মামলায় সংশ্লিষ্ট আধিকারিকদের হুমকি দিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের ডেপুটি তেজস্বী যাদব ৷ একটি সাংবাদিক বৈঠক থেকে তিনি হুমকি দিয়েছেন বলে অভিযোগ ৷ সেই কারণেই তাঁর জামিন প্রত্যাহারের আবেদন করা হয়েছে ৷ শুনানির পর দিল্লির বিশেষ সিবিআই আদালতের বিচারক গীতাঞ্জলি গোয়েল নোটিশ দিয়েছেন তেজস্বী যাদবকে ৷ সিবিআইয়ের অভিযোগ নিয়ে তেজস্বীর জবাব চেয়েছে আদালত ৷