সমুদ্রপৃষ্ঠ থেকে হাজার হাজার ফুট উঁচুতে থাকলেও হোলি উদ্যাপন। ৮ মার্চ হোলির দিন বুধবার নয়াদিল্লি থেকে গুয়াহাটির উদ্দেশে উড়ান দিয়েছিল স্পাইসজেটের একটি বিমান। বিমানের ককপিটে বসে গুজিয়া খেয়ে হোলি উৎসবের স্বাদ গ্রহণ করছিলেন দুই পাইলট। সঙ্গে ছিল পানীয়ের ব্যবস্থাও। ঘটনাটি বিমান সংস্থার আধিকারিকদের গোচরে আসায় দু’জন পাইলটকে বসিয়ে দেন তাঁরা।