খোঁজ নেই শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের। কোথায় আছেন দেশের প্রশাসনিক ও সাংবিধানিক ব্যবস্থাপনার প্রধান, কেউ জানে না? আপাতত এই প্রশ্নেরই উত্তর খুঁজছে শ্রীলঙ্কাবাসী ৷ সূত্রের দাবি, জনরোষ যে প্রেসিডেন্টের সরকারি বাসভবনের দোরগোড়ায় পৌঁছে যাবে, তা আগেই আন্দাজ করা গিয়েছিল ৷ সেই কারণে আগেভাগেই প্রেসিডেন্টকে সেখান থেকে বের করে নিয়ে যাওয়া হয় ৷ এই পরিস্থিতির মধ্যেই শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন রনিল বিক্রমসিংহে ৷ দেশের পরিস্থিতি স্বাভাবিক করতে নতুন সরকার গঠনের প্রস্তাব দিয়েছেন তিনি ৷