দেশ

রাজ্য সীমানা বন্ধ, যমুনা পেরলেন মরিয়া পরিযায়ী শ্রমিকরা

তৃতীয় দফার লকডাউন চলছে দেশজুড়ে । হাতে টাকা নেই, পেটে ভাত নেই । সামনে শুধু পড়ে অনন্ত রাস্তা । তাই যা করে হোক বাড়ি ফিরতে হবে । যে ভাবে হোক বাঁচতে হবে, বাঁচাতে হবে নিজের ভবিষ্যত্‍কে। যে কোনও মূল্যে তাই সেই চেষ্টাই করে চলেছেন পরিযায়ী শ্রমিকরা । লকডাউনের জেরে যানবাহন বন্ধ হওয়ায় পরিযায়ী শ্রমিকদের কাছে হেঁটে বাড়ি ফেরা ছাড়া আর অন্য কোনও উপায় নেই । মাইলের পর মাইল হেঁটে বাড়ি ফেরার পথ ধরেছেন তাঁরা । কখনও সঙ্গে শিশু সন্তান, কখনও বৃদ্ধ বাবা-মা, কখনও গর্ভবতী স্ত্রী । তাও ফেরার চেষ্টা করেই চলেছেন এই পরিযায়ী শ্রমিকরা । যেমন দেখা গেল উত্তরপ্রদেশ-হরিয়ানা সীমান্তে। লকডাউনের জন্য সীমান্ত সিল করে রাখা হয়েছে । রাস্তা ধরে গেলে সীমান্ত পেরতে দেবে না প্রশাসন, তাই বাধ্য হয়ে জলপথ ধরলেন শ্রমিকরা । যমুনা নদী পেরলেন ১০০ পরিযায়ী শ্রমিক।