যাদের বিরুদ্ধে অভিযোগ আছে বললে শুধু হবে না, যাদের ভুল ধরা পড়েছে ইচ্ছাকৃত তাঁদের ক্ষেত্রে যথাযথ ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। যাদের দোষ প্রমাণিত হচ্ছে তাদের বিরুদ্ধে শোকজ করা হবে। বুধবার সন্ধ্যায় রাজ্য নির্বাচন কমিশনার স্পষ্ট ভাষায় এই কথা জানান। রাজ্য নির্বাচন কমিশন স্পষ্ট জানান যা ব্যবস্থা নেওয়ার তা নেওয়া হবে । নিজের দপ্তর থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তর তিনি বলেন, ৪৮৫ কোম্পানি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের সঙ্গে ফোন – এ কথা হয়েছে। বলেছে ফোর্স পাঠাবে। এদিকে সূত্রের খবর অনুযায়ী,১১জেলায় CRPF, 6 জেলায় CISF, 9 জেলায় BSF পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে MHA। সবচেয়ে বেশি বাঁকুড়া,বীরভূম, দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা, ঝাড়গ্ৰাম, নদীয়ায় CRPF পাঠাচ্ছে কেন্দ্র। বুধবার কলকাতা হাইকোর্টে এসেছিলেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে ৮০০ কোম্পানি বাহিনী চাওয়া হয়েছে। ৩১৫ কোম্পানি পাওয়া গিয়েছে। আরো ৪৮৫ চেয়েছি।