আগামী ৮ জুলাই রাজ্যে এক দফায় পঞ্চায়েত ভোট হবে বলে ঘোষণা করেছে রাজ্য নির্বাচন কমিশন। গত ৯ জুন থেকে রাজ্যে পঞ্চায়েত ভোটের জন্য মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর সামনে আসতে শুরু করেছে। সেই আবহে রাজ্যের জেলাশাসকদের সতর্ক করলেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। সূত্রের খবর, জেলাশাসকদের উদ্দেশে সতর্কবার্তায় রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা বলেছেন, ‘মনোনয়ন জমা দেওয়ার পর্ব এখন খুব কঠিন পর্যায়ে রয়েছে। আপনাদের সতর্ক এবং সজাগ থাকতে হবে। মনোনয়ন পত্র যেখানে জমা দেওয়া হচ্ছে সেখানেও যাতে কোনও বিষয়কে কেন্দ্র করে কোনও অঘটন না ঘটে, তা দেখতে হবে।’ নির্দেশ দিয়ে তিনি আরও বলেছেন, ‘মনোনয়ন যেখানে জমা দেওয়া হচ্ছে, সেখানে যাতে কোনও সঙ্কট তৈরি না হয়, তা নিশ্চিত করুন আপনারা। সে ক্ষেত্রে, প্রয়োজন মনে হলে মনোনয়ন জমা দেওয়ার জায়গাগুলোয় কর্মী সংখ্যা বাড়ান। আমরা মনে করছি, এই কদিন মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য প্রচুর ভিড় বাড়বে। তার জন্য আগেভাগেই আপনারা পদক্ষেপ করুন।’