কলকাতা

মহানবমীতে সুখবর দিল রাজ্য সরকার, আজই মিলবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা

পুজোর মরসুমে রাজ্যের মহিলাদের জন্য সুখবর। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা উপভোক্তারা পেয়ে যাবেন মাসের প্রথমদিন৷ অর্থাৎ আজ মহানবমীর দিনই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেয়ে যাবেন বাংলার লক্ষ্মীরা৷ এছাড়া জয় বাংলা-সহ বিভিন্ন সামাজিক প্রকল্পের পেনশনের অর্থ এবার আগেভাগেই পৌঁছে যাবে উপভোক্তাদের হাতে। প্রথমে নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছিল, সেপ্টেম্বর মাসের ভাতা অক্টোবরের প্রথম দিনেই সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়বে। পরে অবশ্য জানানো হয় লক্ষ্মীর ভাণ্ডারের টাকা অক্টোবরের প্রথম সপ্তাহের মধ্যেই উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। কবে সেই মিলবে টাকা, সেই নিয়ে ধোঁয়াশা ছিল৷ উল্লেখ্য, রাজ্য সরকারি কর্মীদের পুজোর ছুটি শুরু হয়েছে গত ২৬ সেপ্টেম্বর থেকে। টানা ছুটি চলবে ৭ অক্টোবর পর্যন্ত। সরকারি অফিস খুলবে ৮ অক্টোবর। অনেকের আশঙ্কা ছিল, এত লম্বা ছুটির ফলে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা হয়তো বিলি হতে দেরি হবে। তবে রাজ্য সরকার জানিয়ে দিয়েছে, উৎসবের কথা মাথায় রেখে ১ অক্টোবরই অর্থপ্রদান করা হবে। অর্থাৎ লক্ষ্মীপুজোর আগে মহিলাদের হাতে পৌঁছে যাবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা৷ ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের সূচনা করেছিলেন। ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারা এই প্রকল্পের আওতায় আসেন। তফশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের মহিলাদের জন্য মাসিক ভাতা ১২০০ টাকা এবং সাধারণ সম্প্রদায়ের মহিলাদের জন্য ১০০০ টাকা ধার্য করা হয়েছে। প্রতি মাসেই নির্দিষ্ট সময়ে এই অর্থ সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়ে। এবারে উৎসবের আবহে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, অক্টোবরের প্রথম দিনেই টাকা জমা হচ্ছে৷ শুধু মহিলাদের প্রকল্প নয়, জয় বাংলা-সহ বিভিন্ন সামাজিক ক্ষেত্রে যাঁরা পেনশন পান, তাঁরাও একই দিনে অর্থ পেয়ে যাবেন। প্রবীণ নাগরিক থেকে আর্থিকভাবে দুর্বল মানুষদের কাছে তা স্বস্তিদায়ক হবে।