কলকাতা

সমস্যা মেটাতে এবার সল্টলেকে ইন্টারসিটি বাস সার্ভিস

পুরোনো বেশ কিছু রুট বন্ধ। সমস্যা মেটাতে সল্টলেকে ইন্টারসিটি বাস চালু করার পথে এগোচ্ছে রাজ্য। পরিবহণ দপ্তর সূত্রে খবর, শুধু যানবাহন ব্যবস্থা উন্নত করতে সরকারি বাসের সংখ্যা বাড়ানো হবে এমনটা নয়। নতুন যে বাসগুলি নামানো হবে, সেগুলি সবই হবে ব্যাটারিচালিত। দূষণের মাত্রা যাতে নিয়ন্ত্রণে থাকে, তার লক্ষ্যেই এই পরিকল্পনা। উপনগরীতে দূষণের মাত্রা কেন বাড়ছে তা জানতে বিশেষজ্ঞদের নিয়ে কমিটি তৈরি করেছিল বিধাননগর পুরনিগম। ওই কমিটির রিপোর্টে উঠে এসেছে, গত দুবছরে উপনগরীতে গাড়ির সংখ্যা বেড়েছে ১৭ শতাংশ। বাতাসে বিষের পরিমাণ বাড়ার কারণে হিসেবে গাড়ির ধোঁয়াকেই দায়ী করেছেন বিশেষজ্ঞরা। তাঁরা সুপারিশ করেছিলেন, পরিস্থিতির মোকাবিলায় ব্যাটারি বা সিএনজিচালিত যান বাড়ানো খুবই জরুরি।