কলকাতা

সর্বশিক্ষা মিশনের ১ হাজার কোটি টাকা পেল রাজ্য

১০০ দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্র – রাজ্য টানাপড়েন চলছে। তার মধ্যেই রাজ্য স্কুল শিক্ষা দফতর কেন্দ্রের থেকে বকেয়া ব্যবদ প্রায় এক হাজার কোটি টাকা পেল। স্কুল শিক্ষা দপ্তরের অধীনে “সমগ্র শিক্ষা অভিযানে” খাতে কেন্দ্রের থেকে ১ হাজার কোটি টাকা পেল রাজ্য। প্রায় ৫ মাস বাদে রাজ্যের বরাদ্দ কেন্দ্রের থেকে আদায় করল স্কুল শিক্ষা দফতর। এই প্রকল্পে কেন্দ্রের অংশীদারিত্ব ৬০% আর রাজ্যের অংশ ৪০ শতাংশ। বেশ কিছুদিন ধরেই নানা খাতে রাজ্যের বকেয়া অর্থ কেন্দ্র দিচ্ছিল না বলে সম্প্রতি অভিযোগ তোলা হয়েছিল নবান্নের তরফে।  এই সমগ্র শিক্ষা মিশন প্রকল্পের অধীনে স্কুলের নতুন ক্লাসরুম তৈরি, নতুন ভবন তৈরি, মডেল স্কুল তৈরি, শহর স্কুল শিক্ষার একাধিক ক্ষেত্রে কাজকর্ম পরিচালিত হয়। যদিও কেন্দ্রের কাছ থেকে এই পাওনা পেয়ে গেলেও রাজ্যের বাকি অংশের টাকা এখনও স্কুল শিক্ষা দফতর পায়নি বলেই নবান্ন সূত্রে খবর। যদিও সেই প্রক্রিয়াও ইতিমধ্যেই শুরু করেছে রাজ্যের অর্থ দফতর।সম্প্রতি মিড ডে মিলের টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র৷ তা নিয়ে সরব হয়েছিল রাজ্য। যদিও কিছুদিন আগেই মিড ডে মিলের টাকাও কেন্দ্র দিয়েছে রাজ্যকে। তবে সামগ্রিকভাবে সমগ্র শিক্ষা মিশন প্রকল্পের অধীনে কেন্দ্রের তরফে এই বকেয়া পাওনা মেলায় আপাতত স্বস্তিতে প্রশাসনিক মহল।