কলকাতা

করোনার লক্ষণ নেই, এমন রোগীদেরও টেস্ট করাবে রাজ্য সরকার, শুরু হচ্ছে সেন্টিনেল সার্ভিল্যান্স

মৈনাক দাসঃ বাংলায় এখন কমেছে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। কিন্তু উপসর্গহীন আক্রান্তের সংখ্যা লুকিয়ে লুকিয়ে বাড়ছে না তো? এই প্রশ্নের সরেজমিনে উত্তর খুজবে রাজ্য সরকার। এরজন্য সেন্টিনেল সার্ভিল্যান্স শুরু করতে চলেছে রাজ্য সরকার। সেন্টিনেল সার্ভিল্যান্স ঠিক কী? প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছে, কোনও ব্যক্তি করোনা আক্রান্ত নন। কিন্তু সেইসব মানুষের মধ্যে ভাইরাস ঘাপটি মেরে লুকিয়ে রয়েছে কিনা, তা খুঁজে বার করার প্রক্রিয়ায় হলো সেন্টিনেল সার্ভিল্যান্স প্রক্রিয়া। করোনার লক্ষণ নেই এমন রোগীদের বাছাই করে এই টেস্ট হতে চলেছে। আপাতত রাজ্যের ২৮ টি সরকারি হাসপাতালের সার্জারি ও গাইনি বিভাগে ভর্তি রোগীদের থেকেই নেওয়া হবে সোয়াব নমুনা। চলতি মাসের তৃতীয় সপ্তাহেই এই হাসপাতালগুলি থেকে ৪০০ জন করে মোট ১১ হাজার ২০০ জন রোগীর কোভিড স্যাম্পল পরীক্ষা করা হবে। পরীক্ষার পর কী ব্যবস্থা? যিনি আক্রান্ত বলে টেস্টে ধরা পড়বে, তাদের সংক্রমণের ধরন, বসবাসের ভৌগলিক চরিত্র, মেলামেশা ইত্যাদি বিশ্লেষণ করা হবে খুঁটিয়ে। এতে বোঝা যাবে করোনার গতিবিধি। সম্প্রতি স্বাস্থ্যবিধি ভুলে যেভাবে ভিড় দেখা যাচ্ছে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যা থেকে ‘আর ফ্যাক্টর’ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা। বিধিনিষেধ তোলার ক্ষেত্রে রাজ্যকে আরও সচেতন হওয়ার বার্তা দিয়ে চিঠি দিয়েছেন তিনি। এরপর রাজ্য ১৫ দিন ফের বিধি নিষেধের মেয়াদ বাড়ায়।