২২৫টি নতুন বাস চালু করছে রাজ্য পরিবহণ দপ্তর। ইতিমধ্যেই ডাকা হয়েছে টেন্ডার। রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী শুক্রবার এই কথা জানিয়েছেন। এদিন কসবা থেকে কলকাতা-শিলিগুড়ি ডিলাক্স বাস পরিষেবার উদ্বোধন করেন তিনি। মন্ত্রী জানিয়েছেন, নতুন বাসগুলি রাজ্যের তিন পরিবহণ নিগম WBTC, SBSTC এবং NBSTC-র মধ্যে ভাগ করে দেওয়া হবে এবং পরিবেশ দূষণের কথা মাথায় রেখে পরিবেশ বান্ধব বাস চালানো হবে। এই বাস ১১ ঘণ্টায় কলকাতা থেকে শিলিগুড়ি পৌঁছাবে এবং মাথাপিছু ভাড়া হবে চারশো টাকার কাছাকাছি। ডিসেম্বরের ১ তারিখ থেকেই এই পরিষেবা শুরু হয়ে যাচ্ছে। ৩৭ আসন বিশিষ্ট অত্যাধুনিক এই ডিলাক্স বাস ধর্মতলা থেকে সন্ধ্যা ৫.৪৫ এবং শিলিগুড়ি থেকে সন্ধ্যা ৬টা নাগাদ ছাড়বে। বাস ভাড়া বৃদ্ধির সম্ভাবনা খারিজ করে তিনি বলেন, পড়ে থাকা বাসগুলিকে রাস্তায় নামানোর কাজ চলছে।