এবার থেকে ভ্যাকসিন উত্পাদনকারী সংস্থাগুলির থেকে সরাসরি ভ্যাকসিন কিনতে পারবে সব রাজ্য সরকার। এ দিন এই ঘোষণা করা হয়েছে কেন্দ্রের তরফে। তবে মোট উত্পাদিত ভ্যাকসিনের ৫০ শতাংশ সরবরাহ করতে হবে কেন্দ্রীয় সরকারকে। বাকি ৫০ শতাংশের মধ্যে থেকে রাজ্য সরকারদের এবং খোলা বাজারে ভ্যাকসিন সরবরাহ করতে পারবে উত্পাদনকারী সংস্থাগুলি। ভ্যাকসিনের দাম কত হবে, তা সংশ্লিষ্ট সবপক্ষ আলোচনা করে আগে থেকে ঠিক করে নেবে। এ দিনই কেন্দ্রের তরফে জানানো হয়েছে, আগামী ১ মে থেকে ১৮ বছরের ঊর্ধ্বে প্রত্যেকেই ভ্যাকসিন দেওয়া হবে। তবে রাজ্য সরকারগুলিকে আগের মতোই সেন্ট্রাল ড্রাগ ল্যাবরেটরির মাধ্যমে ভ্যাকসিন সরবরাহ করবে কেন্দ্র। কোন রাজ্যে কত করোনা আক্রান্ত রয়েছেন, তার ভিত্তিতেই রাজ্যগুলিকে ভ্যাকসিন সরবরাহ করা হবে। এর আগে একাধিক রাজ্যের তরফে অভিযোগ করা হয়েছিল, কেন্দ্রের থেকে ঠিক মতো সরবরাহ না হওয়ায় রাজ্যে ভ্যাকসিন সংকট তৈরি হচ্ছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পর্যাপ্ত ভ্যাকসিন সরবরাহের দাবি জানিয়েছিলেন। তবে রাজ্য সরকার বা খোলা বাজারে ভ্যাকসিন বিক্রির অনুমতি দিলেও চাহিদা অনুযায়ী পর্যাপ্ত সংখ্যক ভ্যাকসিন উত্পাদন করাই এখন কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে।