ভারতীয় নৌসেনাকে ‘মেঘনাদ’ বানিয়ে দিল কলকাতার ‘গার্ডেনরিচ শিপ বিল্ডার্স এন্ড ইঞ্জিনিয়ার্স ’। ‘মেঘনাদ’ মেঘের আড়াল থেকে যুদ্ধ করতেন। তিনি কোথায় আছেন, ঠাহর পেত না প্রতিপক্ষ। মেঘের অন্তরাল থেকে তিনি শক্তিশেল হেনেছিলেন লক্ষ্মণের বুকে। ভারতীয় নৌবাহিনীকে যে সেই ‘মেঘনাদ’ বানিয়ে দিল কলকাতা গার্ডেনরিচ। এই যুদ্ধ জাহাজও হদিস পাওয়া যায় না। তারও গতিবিধি ধরা পড়ে না অত্যাধুনিক রাডারে। আড়ালে থেকেই সে
শত্রুপক্ষের উপর আঘাত হানতে পারে। এর আসল নাম ‘আইএনএস দুনাগিরি’। এই যুদ্ধ জাহাজটি ওজন ৬ হাজার ৬০০ টন। গোত্রে ‘ফ্রিগেট’ (ছোট রণতরী)। প্রতিরক্ষা মন্ত্রকের সূত্রের দাবি, আইএনএস দুনাগিরি ভারতীয় নৌবাহিনীর আধুনিকতম ‘স্টেল্থ’ রণতরী। শুক্রবারেই কলকাতায় হুগলি নদীর প্রথম জলে ভাসানো হল তাকে। যুদ্ধ জাহাজ উদ্বোধনে এদিন উপস্থিত ছিলেন রাজনাথ সিং। এই যুদ্ধ জাহাজ আজ হুগলি নদীতে উদ্বোধন হল। উত্তরাখন্ড পর্বতমালার নামে নামাঙ্কিত পি১৭এ ফ্রিগেট সিরিজ এর চতুর্থ জাহাজ এটি। এর জেরে অত্যাধুনিক সমরাস্ত্রে আরও একটি ধাপ এগিয়ে গেল ভারত।