কলকাতা

সোশ্যাল মিডিয়ায় এখনও নির্যাতিতার নাম-ছবি, সিবিআইকে তদন্তের নির্দেশ হাইকোর্টের

সুপ্রিম কোর্টের নির্দেশের তোয়াক্কা না করেই সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছে আরজি করের নির্যাতিতার নাম-ছবি। সমাজমাধ্যমে ভুয়ো অ্যাকাউন্ট বানিয়ে পোস্ট করা হচ্ছে নির্যাতিতার ছবি, পরিচয়। এমনকী রাজপথে মিছিল ও সমাবেশে ব্যবহৃত পোস্টারেও লেখা থাকছে নির্যাতিতার নাম। এই ধরনের ঘটনা কারা ঘটাচ্ছে, সেই নিয়ে এবার সিবিআইকে তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। মহিলাদের উপর যেকোনও ঘটনায় নির্যাতিতার নাম-ছবি প্রকাশ্যে না আনার জন্য একসময় কড়া নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। কিন্তু আরজি কর-কাণ্ডে প্রথম থেকেই সেই নির্দেশের তোয়াক্কা করেনি মানুষ। আর জি কর কাণ্ডে নির্যাতিতার নাম ও ছবি শেয়ার করার ঘটনা নিয়ে এবার তদন্ত করবে সিবিআই। আজ, বৃহস্পতিবার এই সংক্রান্ত একটি জনস্বার্থ মামলায় উল্লেখ করা হয়, বিভিন্ন সোশ্যাল মিডিয়া পোস্টে নির্যাতিতার ছবিসহ জঘন্য কমেন্ট করা হচ্ছে। যারা এই সমস্ত সোশ্যাল মিডিয়ায় কমেন্ট করছে তাঁদের প্রোফাইলগুলি ফেক হতে পারে। বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে সিবিআই তদন্তের দাবি করা হয়। এ প্রসঙ্গে প্রধান বিচারপতি নির্দেশে জানিয়েছেন, যেহেতু এই মামলার তদন্ত করছে সিবিআই তাই এই বিষয়টিও সিবিআই দেখবে। তবে অতিরিক্ত সলিসিটর জেনারেল জানিয়েছেন, সাইবার সংক্রান্ত অপরাধ দেখার মতো সিবিআই-এর আলাদা কোনও শাখা নেই। তাই রাজ্যের যে সাইবার ক্রাইম সংক্রান্ত শাখা রয়েছে তাদেরকেও এই বিষয়ে তদন্ত করতে বলা হোক। যদিও প্রধান বিচারপতি জানান, যদি তেমনটা করতেই হয় সেক্ষেত্রে সিবিআই রাজ্যের সাইবার ক্রাইম শাখাকে বিষয়টি দেখার জন্য বলতে পারে। উল্লেখ্য, আগামী ১৮ সেপ্টেম্বর রয়েছে আর জি কর সংক্রান্ত মূল মামলার শুনানি। ওই দিনই সাইবার সংক্রান্ত অপরাধ নিয়ে রিপোর্ট সিবিআইকে দিতে হবে বলে নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।