মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। আগামী বুধ ও বৃহস্পতিবার নিম্নচাপ ও পূর্ণিমার কোটালের জেরে ঘণ্টায় ৫০ কিমি বেগে ঝড় হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। যার ফলে সমুদ্রে তৈরি হবে জলোচ্ছ্বাস। আর সেই কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। বর্ষার মরসুমে সমুদ্রে চলছে পুরোদমে মাছ ধরা। সুন্দরবনের কাকদ্বীপ, নামখানা, ফ্রেজারগঞ্জ, সাগর ও পাথরপ্রতিমার কয়েক হাজার মৎস্যজীবী ট্রলার নিয়ে মাছ ধরতে মাঝ সমুদ্রে রয়েছেন। আগাম ঝড়ের পূর্বাভাস জারি করার পাশাপাশি সেই মৎস্যজীবীদের নিরাপদ জায়গায় ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকেলের মধ্যে তাঁদেরকে ফিরে আসার জন্য বলা হয়েছে মৎস্য দফতরের তরফে। একইসঙ্গে আগামী বুধবার ও বৃহস্পতিবার মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।