কলকাতা

করোনা পরীক্ষা নিয়ে জাল চক্র ও ভুয়ো রিপোর্টের বিরুদ্ধে কড়া পদক্ষেপ রাজ্যের, চালু হল হেল্পলাইন নম্বর

জ্যোর্তিময় দত্ত, কলকাতাঃ করোনা পরীক্ষা নিয়ে শহরে জাল চক্র ও ভুয়ো রিপোর্টের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল রাজ্য সরকার। আজ নবান্নে এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘কেউ যদি আপনার কাছে এসে বলে, নমুনা সংগ্রহ করবে। তাহলে তাঁকে সোয়াব দেওয়ার আগে সরকারি আই কার্ড, স্ট্যাম্প দেখে নিন। দয়া করে এদের প্রশ্রয় দেবেন না। এরা চিট করছে। ভুল রিপোর্ট দিচ্ছে আর মানুষকে ভয় পাওয়াচ্ছে।’ ইতিমধ্যেই রাজ্য সরকার পাঁচজন মাইক্রোবায়োলজিস্টকে নিয়ে একটি টিম তৈরি করেছে। তাঁরা চলতি সপ্তাহ থেকে যখন তখন যে কোনও বেসরকারি ল্যাবে ভিজিট করছেন, র‍্যানডাম নমুনা তুলে সরকারি ল্যাবে পরীক্ষা করা হচ্ছে। তাতে কোনও সমস্যা হলে সরকার পদক্ষেপ করছে। এই নিয়ে ইতিমধ্যেই একাধিক অভিযোগ রাজ্যের কাছে এসেছে, তা নিয়ে পদক্ষেপও করা হয়েছে। প্রসঙ্গত, এই ধরনের অসাধু চক্রে জড়িত সন্দেহে কলকাতা থেকে বেশ কয়েকজনকে গ্রেপ্তাড় করা হয়েছে। সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই এদিন সকলকে সাবধান করেন মুখ্যমন্ত্রী। তবে সবকিছু পরিষেবাই টোল ফ্রি ১৮০০ ৩১৩ ৪৪৪ ২২২ নম্বরে পাওয়া যাবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সপ্তাহে ৭দিনই ২৪ ঘণ্টা খোলা থাকবে এই হেল্পলাইন টোল ফ্রি নম্বর। সেখানে আইভিআর প্রযুক্তিতে এই সব সহায়তাই পাওয়া যাবে বলেই এদিন জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে মুখ্যমন্ত্রী প্রসঙ্গ লকডাউন বলেন, টানা ৭ দিন লকডাউন করবেন না। যে পাড়ায় প্রয়োজন সেখানে করুন। কলকাতায় যত ফ্ল্যাট বাড়ি আছে যেখানে বয়স্ক ব্যক্তিরা একা থাকেন তাদের নিয়ে সার্ভে করার ভাবনা রাজ্যের। এক জন্য কলকাতা পুরসভা কে দায়িত্ব নিতে হবে। স্বরাষ্ট্র সচিবকে এই বিষয়ে দেখে নিতে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে হাউজিং কমপ্লেক্স গুলিকে বাড়তি দায়িত্ব নিতে হবে। দরকার হলে এই বিষয়ে ভার্চুয়াল বৈঠক করবে পুলিশ। এর জন্য পুরসভা এবং পুলিশকে নিয়ে বৈঠকে করতে আলাপনকে বললেন মমতা বন্দ্যোপাধ্যায় জেলা শাসকদের নির্দেশ, গোটা জেলায় লক ডাউন করবেন না। যেখানে যেখানে দরকার হবে সেখানেই লক ডাউন হবে।।