নাইট কার্ফু না মানলে কড়া পদক্ষেপ করতে হবে জেলা প্রশাসনকে। শনিবার জেলাশাসকদের এমনই নির্দেশ দিয়েছে নবান্ন। এখন রাজ্য সরকারের জারি করা বিধিনিষেধ অনুযায়ী, রাত ৯টার পরে জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হওয়া যাবে না। সকাল ৫টা পর্যন্ত জারি থাকবে এই নিয়ম। এ বার কেউ সেটা না মানলে জেলা প্রশাসনকে কড়া পদক্ষেপ করতে হবে। মোটা অঙ্কের জরিমানাও চালু করা হতে পারে। শুক্রবারই জেলাশাসক ও স্বাস্থ্য মুখ্য আধিকারিকদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। শনিবার ফের কোভিড বিধি পর্যালোচনা নিয়ে বৈঠক হয়। মুখ্যসচিবের কড়া নির্দেশ, রাজ্যে কোভিডের বিধিনিষেধ আরও কড়া করতে হবে। বস্তুত, রাত ৯টা থেকে ভোর ৫টা অবধি যে বিধিনিষেধ চালু ছিল তা শক্ত হাতে নিয়ন্ত্রণ করতে হবে। বিধি না মানলেই মোটা অঙ্কের টাকা ফাইন করতে হবে। এই বৈঠকের পরেই জেলাশাসকদের এমনই কড়া নির্দেশ দিয়েছে নবান্ন।