শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল মেক্সিকো। রিখটার স্কেলে ৭.৭ । এত মাপের কম্পনে প্রবল ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। সুনামি সতর্কতা জারি করা হয়েছে। প্রায় ১ মিনিট ধরে কম্পন হয়েছে বলে জানা যাচ্ছে। মার্কিন জিওলজিক্যাল সার্ভে রিপোর্ট অনুযায়ী, প্রায় ২৩ কিলোমিটার গভীর পর্যন্ত কম্পনের প্রভাব পড়েছে। এতটাই তীব্র ছিল কম্পন। সুনামি সতর্কতা জারি করা হয়েছে, হন্ডুরাস, এল সালভাদোর ও গুয়াতেমালায়।