যুগলের মৃত্যু গ্রেটার নয়ডার শিব নাদার বিশ্ববিদ্যালয়ে। স্থানীয় সূত্রের খবর, এক যুবতীকে খুন করে আত্মঘাতী হয়েছে যুবক। ঘটনাকে কেন্দ্র করে উত্তাল পরিস্থিতি। তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গেছে, ওই দুই যুবক-যুবতী একই ক্লাসে পাঠরত ছিল। তাদের মধ্যে বিশেষ সম্পর্ক ছিল বলেও জানা গিয়েছে। যুবতী কানপুরের বাসিন্দা এবং ওই যুবকের বাড়ি আমরোহার। দুজনের বয়স ২১ বছর বলে জানা গিয়েছে। দুপুর ১.৩০টা নাগাদ এই ঘটনা ঘটে। আচমকা যুবতীকে জড়িয়ে ধরে গুলি চালায় ওই যুবক। পরে নিজের ঘরে ফিরে গিয়ে মাথায় গুলি চালায় সে। মৃত্যু হয়েছে দুজনেরই। ভয়াবহ ঘটনার প্রাথমিক কারণ হিসেবে সম্পর্কের জটিলতাকেই মনে করা হচ্ছে। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। চলছে তদন্ত।