কলকাতা

পড়ুয়াদের বিক্ষোভের মুখে রাজ্যপাল সিভি আনন্দ বোস, স্লোগান উঠল শেম শেম

প্রথমে রাজভবনের মহিলাকর্মীর ‘শ্লীলতাহানি’, তারপর নৃত্যশিল্লীকে ‘ধর্ষণ’! কলকাতায় এবার পড়ুয়াদের বিক্ষোভের মুখে রাজ্যপাল সিভি আনন্দ বোস। স্লোগান উঠল, ‘সেম,সেম’। আরও অস্বস্তিতে রাজ্য়পাল। শ্লীলতাহানি’ কাণ্ডের মধ্যেই সিভি আনন্দ বোসের বিরুদ্ধে ‘ধর্ষণে’র রিপোর্ট জমা পড়েছে নবান্নে। লালবাজার সূত্রে খবর, যিনি অভিযোগ করেছেন, তিনি নৃত্যশিল্পী। স্বামী বিদেশে থাকেন। ওই মহিলার দাবি, বিদেশমন্ত্রকের এক অফিসারের সঙ্গে আলাপ করিয়ে দেওয়ার জন্য় তাঁকে দিল্লিতে নিয়ে যান রাজ্যপাল। এরপর হোটেল গিয়ে ওই মহিলাকে নাকি ধর্ষণ করেন! এর আগে, রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেন রাজভবনেরই এক মহিলা কর্মী। এদিন হাজরা চিত্তরঞ্জন ক্যানসার হাসপাতালে যান রাজ্যপাল। হাসপাতাল থেকে যখন বেরোচ্ছিলেন, তখন যৌন হেনস্তার অভিযোগে প্রতিবাদে সিভি আনন্দ বোসের বিরুদ্ধে বিক্ষোভ দেখান একদল পড়ুয়া।